জামালপুর ইউনিয়নের গোড়াপত্তন হয়েছিল নলিয়ার প্রতাপশালী জমিদারদের দ্বারা। যারা তৎকালীন সময়ে বাবু নামে অধিক পরিচিত ছিলেন। এ এলাকা একসময় নলিয়া গ্রাম নামে পরিচিত থাকলেও বর্তমানে এর প্রাতিষ্ঠানিক নাম জামালপুর ইউনিয়ন। ৭ নং জামালপুর ইউনিয়ন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার অন্তর্গত। ইউনিয়নটিতে রয়েছে সুপ্রাচীন মন্দির এবং নীলকুঠি এর ভগ্নাবশেষ। নলিয়া শ্যামামোহন ইন্সটিটিউশন বাবু সুরেন্দ্র মোহন চক্রবর্তী কর্তিক প্রতিষ্ঠিত উচ্চমাধ্যমিক বিদ্যালয়টি এই ইউনিয়নে অবস্থিত যা অত্র ইউনিয়নের গৌরব বহন করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস