Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গ্রাম পুলিশের দায়িত্ব

১। প্রত্যক গ্রামপুলিশকে মৌলিক গণতন্ত্র আদেশ এর তৃতীয় তফসিলের অংশ-২ এ লিপিবদ্ধ সকল ক্ষমতা ও দায়িত্ব পালন করিতে হইবে।

২। একজন মহল্লাদার কর্তৃক নিমোক্ত দায়িত্বাবলীও  পালন করিতে হইবে।

ক) একজন মহল্লাদার ইউনিয়ন পরিষদ কর্তক অন্যত্র পাহাড়া দেয়ার নির্দেশ না দেয়া পর্যন্ত নির্ধারীত বিটে ধরে পাহারা দিবেন।

খ) তার বিট যদি থানার ১০ মাইল পরিসীমার মধ্যে হয় তবে সপ্তাহে ১দিন এবং ঐ পরিসীমার বাইরে হলে ১৫দিনে একবার তাকে থানার প্রধান প্যারেডে উপস্থিত হইতে হইবে।

ইহা তাহাকে তার অন্য উপলক্ষে থানায় উপস্থিত হইবার সংবিধিবদ্ধ দায়িত্বের উপর কোন প্রভাব ফেলিবে না।

গ) তিনি ইউনিয়নের দফাদারের আইনানুগ আদেশ পাল করিবেন।

ঘ) তিনি তাহার সাধ্যনুযায়ী থানার পুলিশকে তাহার দায়িত্ব পালনে সহায়তা করিবেন এবং পুলিশ কর্তৃক প্রদত্ত সকল আইনানুগ আদেশ পালন করিবেন।

ঙ) ইউনিয়নের রেট, কর, ফিস ইত্যাদি সংগ্রহ করার কাজে নিয়োজিত ব্যক্তিকে তিনি সহযোগীতা প্রদান করিবেন।

চ) অসুস্থতা বা অন্য কোন উপযুক্ত কারনে দায়িত্ব পালনে অপারগ হইলে বিষয়টি তিনি যাহার অধিনে দায়িত্ব পালন করেন তাহাকে অবহিত করবেন